সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি সাদা রঙের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (২ জানুয়ারি) এক বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃত ব্যক্তিদের মধ্যে দুইজন কক্সবাজারের টেকনাফ এলাকার বাসিন্দা। তারা হলেন— টেকনাফ থানার নীলা ইউনিয়নের উলুচামারী এলাকার জহুরা বেগম (৩৫) ও তাছিয়া নুর (১৯)। আটক অপর ব্যক্তি কুষ্টিয়ার ভেড়ামারা থানার কাঠেরপুল মঠপাড়া এলাকার মোঃ বিপুল হোসেন (৩৭)।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের একটি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এসময় সন্দেহভাজন একটি সাদা রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৮-২৬৮৪) থামিয়ে তল্লাশি করলে ভেতরে বিশেষ কায়দায় রাখা ২৫০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে মাদক পাচারে ব্যবহৃত গাড়িটি জব্দ এবং এর আরোহী তিনজনকে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে সরবরাহ করে আসছিল।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিবুল্লাহ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের দ্রুত আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন