সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় হাড়কাঁপানো শীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে কম্বল বিতরণ করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী নিজাম উদ্দিন রতন ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন তুষার-এর ব্যক্তিগত উদ্যোগে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (২ জানুয়ারী) হাবিবপুর এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে শীতের তীব্রতা উপেক্ষা করে এলাকার শতাধিক দরিদ্র ও অসহায় মানুষ উপস্থিত হন। উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রত্যেকের হাতে একটি করে মানসম্মত কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নুরুজ্জামান প্রধান। তিনি তার বক্তব্যে বলেন, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘবে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা উচিত। রতন ও তুষারের এই ব্যক্তিগত উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান। তিনি বলেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের সেবা করাই হলো প্রকৃত মানবধর্ম। সাধারণ মানুষের এই দুর্দিনে যারা পাশে দাঁড়িয়েছেন, তাদের সাথে নিয়ে আমরা আগামীতেও কাজ করে যাব।
এ সময় নিজাম উদ্দিন রতন বলেন, ব্যবসায়িক ব্যস্ততার বাইরেও আমাদের বড় পরিচয় আমরা মানুষ। কনকনে এই শীতে অসহায় মানুষগুলো চরম কষ্টে দিনাতিপাত করছেন। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এলাকার যেকোনো মানবিক সংকটে আমি সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার করছি।
ইউপি সদস্য আবুল হোসেন তুষার জানান, জনপ্রতিনিধি হিসেবে জনগণের সুখে-দুখে পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। তীব্র শীতে দুস্থ মানুষদের কষ্ট কিছুটা লাঘব করার জন্যই আমাদের এই উদ্যোগ। এলাকার যেকোনো প্রয়োজনে অতীতেও ছিলাম, ভবিষ্যতেও ইনশাআল্লাহ একইভাবে পাশে থাকব।
শীতবস্ত্র হাতে পেয়ে হাবিবপুর এলাকার অসহায় মানুষগুলোর মুখে হাসির ঝিলিক দেখা যায়। তারা উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের দীর্ঘায়ু কামনা করেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন