হতাশ সোনারগাঁয়ের এনসিপি'র নেতাকর্মীরা, নামাজ চলাকালীন মাইকে শ্লোগান, ভিডিও ভাইরাল!! - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

Friday, July 18, 2025

হতাশ সোনারগাঁয়ের এনসিপি'র নেতাকর্মীরা, নামাজ চলাকালীন মাইকে শ্লোগান, ভিডিও ভাইরাল!!


সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি:পূর্বঘোষণা অনুযায়ী নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা উপস্থিতির কথা থাকলেও শেষ পর্যন্ত উল্লেখযোগ্য কোনো কেন্দ্রীয় নেতা উপস্থিত হোননি। এতে দীর্ঘ সময় অপেক্ষার পর হতাশ হয়ে পথসভার স্থল ত্যাগ করেন নেতাকর্মী ও সাধারণ মানুষ।

জানা যায়, এনসিপি'র জুলাই মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের মোগরাপাড়া চৌরাস্তার জামে মসজিদের সামনে এক পথসভা আয়োজন করা হয়। বিকেল ৫টা থেকেই সেখানে জড়ো হতে থাকেন এনসিপির সোনারগাঁ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা, সাধারণ সমর্থক ও কৌতুহলী জনগণ। সন্ধ্যা ৬টায় সভা শুরু হওয়ার কথা থাকলেও রাত ৮টা পর্যন্ত নেতারা না আসায় নেতাকর্মীরা বিভিন্ন মন্তব্য করে হতাশ হয়ে  ফিরে যায়৷ 

পরে আয়োজক কমিটি ঘোষণা দেয়, কেন্দ্রীয় নেতারা নারায়ণগঞ্জের জনসভা শেষে হাজীগঞ্জে জুলাই শহীদদের বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যান। সেখানে সময় বেশি লাগায় এবং রাত হয়ে যাওয়ায় তারা সোনারগাঁ পথসভায় অংশ নিতে পারেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এনসিপির নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, দু'দিন ধরে খুব কষ্ট করেছি। নির্ঘুম রাত কেটেছে। সারাদিন কতো উৎসাহ উদ্দীপনা নিয়ে সভাস্থলে ছিলাম। কিন্তু মহাসড়কের পাশে আমাদের সভাস্থল হওয়া সত্ত্বেও চট্টগ্রাম যাওয়ার পথে একটু সময়ের জন্য সভাস্থলে আসেনি। তবে উল্লেখযোগ্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত না থাকলেও নেতাকর্মীদের সান্তনা দিতে প্রতিনিধি পাঠিয়েছেন।

এ বিষয়ে সোনারগাঁ এনসিপির প্রধান সমন্বয়ক শাকিল সাইফুল্লাহ বলেন, “নারায়ণগঞ্জের সভা দীর্ঘ হওয়ায় এবং হাজীগঞ্জে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে সময়ের ঘাটতির কারণে কেন্দ্রীয় নেতারা আর সোনারগাঁ আসতে পারেননি। তবে কর্মসূচির স্প্রীট ধরে রাখতে আমরা স্থানীয়ভাবে সভা সমাপ্ত করেছি।”

এদিকে, জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহবায়ক তুহিন মাহমুদের ছবি সম্বলিত কয়েকটি ব্যানার সাঁটানোয় পুরো উপজেলায় চলছে সমালোচনার ঝড়। যার ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে দেখা যায় সভাস্থলের পাশের মসজিদে মাগরিবের নামাজ চলাকালীন সময়ে মাইকে এনসিপির নেতাকর্মীরা শ্লোগান দিচ্ছে। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।  

এবিষয়ে মসজিদের মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করে বলেন,অতীতে কখনো কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশে মসজিদের দেয়ালে কেউ ব্যানার-ফেস্টুন সাঁটাতে দেখেনি এবং নামাজের ব্যাঘাত ঘটিয়ে কখনো মাইকে শ্লোগান দিতে দেখিনি। যা আজ এনসিপির নেতাকর্মীরা দেখালো। মুসলিম দেশে শিক্ষিত ব্যাক্তিদের এমন মূর্খ কর্মকাণ্ড কখনো আশা করিনি।  

জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহবায়ক তুহিন মাহমুদ জানান, মসজিদে নামাজ চলাকালীন শ্লোগান ও ব্যানার লাগানোর বিষয়টি অনাকাঙ্ক্ষিত। আমার অনুপস্থিতিতে  এমন ঘটনাটি ঘটেছে। আমি দেখার সাথে সাথেই ব্যানার খুলে দেয়ার নির্দেশনা দিয়েছি। 

কেনো এনসিপি'র নেতাকর্মীরা উপস্থিত হয়নি প্রশ্নের এক জবাবে তিনি আরও বলেন, কিছু ইন্টারনাল বিষয় ছিলো যা বলতে চাচ্ছিনা। তবে এই পদযাত্রা শেষ হলেই সর্বপ্রথম সোনারগাঁয়ে সমাবেশ করা হবে বলে জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা।  



No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages