ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পিরোজপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত-১০ - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পিরোজপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত-১০



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের যাত্রী এবং ট্রাকের শ্রমিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। 


শনিবার (৩ জানুয়ারী) দুপুর ১২টার দিকে মহাসড়কের পিরোজপুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে রাজধানী সায়েদাবাদ থেকে চট্টগ্রাম অভিমুখে ছেড়ে আসা তিসা পরিবহন নামে একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারায়। বাসটি পিরোজপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসে থাকা যাত্রী এবং ট্রাকে কর্মরত দুই শ্রমিকসহ কমপক্ষে ১০ জন গুরুতর আহত হন।

​দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরবর্তীতে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

​সংঘর্ষের ফলে মহাসড়কের চট্টগ্রামগামী লেনে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি সরিয়ে নিলে দুপুর ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।


​কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ​তিসা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেছি এবং দুর্ঘটনা কবলিত বাসটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


​বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশ মহাসড়কে নিরাপত্তা তদারকি বাড়িয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages