সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে এক বিশেষ অভিযান চালিয়ে চারটি অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রবিবার (৪জানুয়ারী) দিনব্যাপী পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারখানাগুলোর সংযোগসহ প্রায় ২০০টি আবাসিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়মা রাইয়ান ও মেঘনাঘাট জোনাল অফিসের ব্যবস্থাপক (ইঞ্জিনিয়ার) সুরঞ্জিত সেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
অভিযানে পিরোজপুর ইকনোমিক জোনের গেটের পশ্চিম পাশে একটি চুনা কারখানা, পূর্ব পাশে একটি চুনা খারখানা, ঝাউচর এলাকায় একটি ঢালাই কারখানা, এছাড়া একটি বন্ধ কারখানার আরও দুটি ভাট্টি মোট ৪টি বড় চুনা কারখানা এক্সক্যাভেটর (ভেকু) দিয়ে সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। ১ ইঞ্চি ব্যাসের একটি অবৈধ মেইন পাইপলাইন বিচ্ছিন্ন করে কিলিং/ক্যাপিং করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ২০০টি আবাসিক চুলার সংযোগ চলত।
এসব কারখানায় প্রতিদিন প্রায় ৯ হাজার ৮০০ ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল, যার ফলে সরকার প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল। তিতাস গ্যাস কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এই অভিযানের ফলে সরকারের প্রতিদিন আনুমানিক ১,২১,০০০(এক লক্ষ একুশ হাজার) টাকার গ্যাস সাশ্রয় হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়মা রাইয়ান জানান, "সরকারের রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এবং অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।"
অভিযান শেষে সুরঞ্জিত সেন বলেন, সরকারি সম্পদ ও জাতীয় জ্বালানি রক্ষায় এই ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। সোনারগাঁয়ের প্রতিটি এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। যেখানেই অবৈধ সংযোগের খবর পাওয়া যাবে, সেখানেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও উচ্ছেদ পরিচালনা করা হবে।
অভিযানে উপস্থিত ছিলেন, তিতাসের কর্মকর্তা ও সোনারগাঁ থানার পুলিশ সদস্যরা।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন