সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : সোনারগাঁ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় যুবলীগের এক প্রভাবশালী নেতা ও এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ জানুয়ারি) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন ওরফে পলিথিন জাকির এবং ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খালেদা আক্তার রোজি ওরফে লাবণ্য।
পুলিশ জানায়, সোমবার রাতে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ঢাকার বনশ্রী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেনকে তার বর্তমান বাসা থেকে গ্রেপ্তার করে। অন্যদিকে, একই রাতে সোনারগাঁ থানা পুলিশ উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে খালেদা আক্তার রোজিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে তাদের কড়া পুলিশি পাহারায় নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত জাকির হোসেন উপজেলার পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারগাঁও এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় হত্যা, নৌ-চাঁদাবাজি, ভূমিদস্যুতা, ডাকাতি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। বিশেষ করে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় তিনি অন্যতম অভিযুক্ত আসামি।
গ্রেপ্তার খালেদা আক্তার রোজি কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার মৃত রেহান উদ্দিনের মেয়ে। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা ও নারায়ণগঞ্জে রাজনীতির মাঠে অত্যন্ত সক্রিয় ছিলেন। তার বিরুদ্ধেও বৈষম্যবিরোধী আন্দোলন দমনে সহিংসতাসহ একাধিক মামলার অভিযোগ রয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহিবুল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতরা বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত সুনির্দিষ্ট মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে এবং অন্যান্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন