সোনারগাঁয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুতকরণ, জরিমানা এক লক্ষ টাকা - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

সোনারগাঁয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুতকরণ, জরিমানা এক লক্ষ টাকা


 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের উদ্যোগে সোনারগাঁ উপজেলায় অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি ২০২৬ খ্রি.) কাচপুর বাসস্ট্যান্ড ও সোনাপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।


অভিযানকালে কাচপুর বাসস্ট্যান্ড এলাকার গোল্ডেন প্লাস নামক একটি বেকারীতে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং অত্যন্ত অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়।


এ ঘটনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০ (এক লাখ) টাকা অর্থদণ্ড আরোপ ও তা আদায় করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক জনাব হৃদয় রঞ্জন বনিক।


অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপপরিদর্শক আউয়ালের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল এবং জেলা কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধি।


ভোক্তাদের স্বাস্থ্য ও অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages