সিদ্ধিরগঞ্জে যুবদল নেতার গণসংযোগ ও লিফলেট বিতরণ - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

সিদ্ধিরগঞ্জে যুবদল নেতার গণসংযোগ ও লিফলেট বিতরণ


  

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন ১ ও ২ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা 

বিএনপির সভাপতি জনাব আজহারুল ইসলাম মান্নানের পক্ষে আয়োজিত এ কর্মসূচির নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল।


মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত সিদ্ধিরগঞ্জ পুল, বাতানপাড়া, তালতলা, আব্দুল আলী পুল, মাইজপাড়া, বড়বাড়ি, চৌধুরীপাড়া, বসু মার্কেট, মৌচাক, কান্দাপাড়া, মদিনা মসজিদ, নাজু মার্কেট, রহিম মার্কেট হয়ে সানারপাড় বাসস্ট্যান্ড পর্যন্ত এলাকা জুড়ে ধানের শীষের পক্ষে স্লোগান, ব্যানার, ফেস্টুন ও প্লে-কার্ড হাতে নেতাকর্মীরা মিছিল বের করেন।


এ সময় সাধারণ মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করে বিএনপির রাষ্ট্র মেরামত কর্মসূচির পক্ষে সমর্থন আহ্বান জানানো হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজীব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুল ইসলাম বাবু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রোবেল হোসাইন, শাহিন আহমেদ, মাহাদী হাসান মিঠু, মহানগর যুবদলের সদস্য কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদওয়ান হোসেন পাপ্পু, যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমায়ুন কবির, নুরুল ইসলাম, সুহিন, এম আর কর্নেল, রিয়াজুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. রাসেল, মিরাজ, মো. শফিকুল ইসলাম প্রিন্স, রাজু আহমেদ, মিজান, মোহাম্মদ রনি, মো. সোহাগসহ থানা ও দশটি ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।


এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ মুকুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, ১নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের খান, ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান, সহ-সভাপতি ফাহিম, সদস্য জয় সিয়াম আহমেদ সাগর, ৩নং ওয়ার্ড ছাত্রদলের নেতা আনাস, হাবিব, ৮নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আল-আমিন, ছাত্রদল নেতা ফয়সালসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।


লিফলেট বিতরণ শেষে নেতাকর্মীরা বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে মুক্তির একমাত্র উপায় তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন।”



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages