পানাম নগরে ট্যুরিস্ট পুলিশ হেল্প ডেস্ক ও সার্ভিস সেন্টার উদ্বোধন - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

পানাম নগরে ট্যুরিস্ট পুলিশ হেল্প ডেস্ক ও সার্ভিস সেন্টার উদ্বোধন



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র পানাম নগরে ট্যুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোনের উদ্যোগে হেল্প ডেস্ক ও কাম সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে পর্যটন সুরক্ষা, ডেঙ্গু নিধন কর্মসূচি ও পরিবেশবান্ধব আলোচনা সভা।


বুধবার (১৫ অক্টোবর) বিকেলে সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাদিরা আক্তার নীরা।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন।


অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বশির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. দেলোয়ার হোসেন ও ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন।


এসময় বক্তারা বলেন, পানাম নগর বাংলাদেশের ঐতিহ্যের অংশ। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা ও পরিবেশবান্ধব পরিবেশ গড়ে তোলার মাধ্যমে এই ঐতিহ্য সংরক্ষণে ট্যুরিস্ট পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সোনারগাঁকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখা সম্ভব।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আল-আমিন তুষার, আবুবকর সিদ্দিক, মোক্তার হোসেন মোল্লা, হাসান মাহমুদ রিপন, শাহাদাত হোসেন রিপন, মাজহারুল ইসলাম, মশিউর রহমান, রুবেল মিয়াসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।


অনুষ্ঠান শেষে অতিথিরা পানাম নগর এলাকায় ডেঙ্গু নিধন কার্যক্রমে অংশ নেন এবং পরিবেশবান্ধব পর্যটন উন্নয়নে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages