সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার বসুনদরদী এলাকায় আগুনে পুড়ে গেছে এক ব্যবসায়ীর তিনটি বসতবাড়ি। ঘরে থাকা মালামাল পুড়ে অন্তত ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
সোমবার রাত ৯টার দিকে সোনারগাঁ পৌরসভার বসুনদরদী এলাকায় ব্যবসায়ী হাজী মোঃ হারুন প্রধানের বাড়িতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
হারুন প্রধানের বাড়ির ভাড়াটিয়া মোক্তার হোসেন বলেন, আমরা দীর্ঘদিন ধরে এ বাড়িতে ঘর ভাড়া নিয়ে তিনটি পরিবার বসবাস করে আসছি। ঘরে আগুন লেগে আমাদের প্রয়োজনীয় আসবাবপত্র, ১ টিভি, ২টি ফ্রীজ, ২টি মোবাইল ফোন, নগদ টাকাসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমরা নিঃস্ব হয়ে যায়।
সোনারগাঁও ফায়ার সার্ভিস কর্মকর্তা জাহেদ চৌধুরী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন