আমি দুই আসন থেকেই মনোনয়ন প্রত্যাশী — মামুন মাহমুদ - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

আমি দুই আসন থেকেই মনোনয়ন প্রত্যাশী — মামুন মাহমুদ



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, “সোনারগাঁ আমার কাছে নির্বাচনীভাবে নতুন হলেও এ এলাকার মানুষ, সংস্কৃতি ও শিক্ষার পরিবেশের সঙ্গে আমি বহুদিন ধরেই যুক্ত। শিক্ষকতা জীবনে আমি সোনারগাঁয়ের অনেক তরুণ প্রজন্মকে গড়ে তুলেছি। তাই এখানকার মানুষের প্রতি আমার আলাদা ভালোবাসা ও দায়িত্ববোধ রয়েছে।”


বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলার রয়েল রিসোর্টের অডিটোরিয়ামে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।


অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “নির্বাচন কমিশন নারায়ণগঞ্জ-৩ আসনটি নতুনভাবে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জকে একত্রিত করে গঠন করেছে। ফলে আমি এই আসনে এবং আমার পুরোনো এলাকা নারায়ণগঞ্জ-৪ আসনেও বিএনপির মনোনয়ন প্রত্যাশী। জনগণের আস্থা, ভালোবাসা ও দলের নীতিনিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আমি জাতীয় সংসদে জনগণের কণ্ঠস্বর হতে চাই।”


তিনি আরও বলেন, “রাজনীতি শুধু ক্ষমতায় যাওয়ার সিঁড়ি নয়, এটি জনগণের সেবার সর্বোচ্চ মাধ্যম। আমি বিশ্বাস করি, শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে নিবেদিত রাজনীতি সমাজকে পরিবর্তনের পথে এগিয়ে নিতে পারে। সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জ অঞ্চলে শিক্ষা অবকাঠামো উন্নয়ন করার পরিকল্পনা রয়েছে আমার।”


তিনি বলেন, “আমি এমন একটি সোনারগাঁ দেখতে চাই যেখানে তরুণরা কর্মসংস্থানের জন্য অন্যত্র ছুটে না গিয়ে নিজ এলাকাতেই সম্মানের সঙ্গে কাজ করতে পারে। শিক্ষিত সমাজই একটি আদর্শ রাজনীতি গড়ে তুলতে পারে। তাই আমি রাজনীতিতে শিক্ষা ও নৈতিকতার সমন্বয় ঘটাতে চাই।”


মামুন মাহমুদ আরও বলেন, “বিএনপি একটি গণমানুষের দল। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা শান্তিপূর্ণ গণআন্দোলনের পথে আছি। আমি বিশ্বাস করি—নারায়ণগঞ্জের মানুষ মুক্তচিন্তা ও উন্নয়নের রাজনীতি চায়। সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটাতে চাই আসন্ন নির্বাচনে।”


সভায় সোনারগাঁ উপজেলা বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সিদ্ধিরগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages