সিদ্ধিরগঞ্জে মান্নানের নির্দেশনায় কৃষক দলের লিফলেট বিতরণ - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

সিদ্ধিরগঞ্জে মান্নানের নির্দেশনায় কৃষক দলের লিফলেট বিতরণ



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার (১৬অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৬নং ওয়ার্ডের বার্মাস্টান্ড, সুমিলপাড়া, আদমজী নতুন বাজারসহ এবং আশপাশের এলাকাবাসীর মধ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ

 করা হয়।


নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ পদপ্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ

মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহামুদ ফয়সাল এর  উদ্যোগে এ কর্মসূচি পরিচালিত হয়।


এই সময় ধানের শীষের পক্ষে ব্যানার ফ্যাস্টুন প্লে কার্ড হাতে মিছিলে মিছিলে প্রকম্পিত করেন এবং এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।


এ সময় নেতৃবৃন্দরা বলেন, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা একটি জাতীয় রূপরেখা, যা মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশ গঠনের দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। এই কর্মসূচি কেবল একটি রাজনৈতিক পরিকল্পনা নয়, বরং জনগণের অধিকার ফিরিয়ে আনার অঙ্গীকার।


এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও আজহারুল ইসলাম মান্নান সাহেবের সুযোগ্য সন্তান খায়রুল ইসলাম সজীব, নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফউদ্দীন মাহামুদ ফয়সাল, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও মহানগর যুবদল সদস্য কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম,  সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু,  নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ফজলু মেম্বার,  সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের আহ্বায়ক জসিম উদ্দিন, সোনারগাঁও উপজেলা বিএনপির নেতা মাসুম রানা, মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সবুজ, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাসান আল মামুন, বাবু, ইকবাল, গোলজার, রবিন, রানা, পরাগ, সবুজ, তারেক, রাতুল সহ ১০টি ওয়ার্ডের কৃষক দলের নেতাকর্মীবৃন্দ।


রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির মূল উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে অবহিত করেন এবং এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


নেতৃবৃন্দের বিশ্বাস, বিএনপির ৩১ দফা বাস্তবায়িত হলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনগণমুখী প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষ সত্যিকার অর্থে ন্যায়বিচার ও সমঅধিকার ভোগ করবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages