সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাসা বাড়ির গ্রিল কেটে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
সোমবার গভীর রাত ৩টায় উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর এলাকায় প্রবাসীর বাড়িতে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর এলাকায় মৃত সোনা মিয়ার চার ছেলে কামরুল ইসলাম,জহিরুল ইসলাম, রফিকুল ইসলাম ও ফারুকুল ইসলাম চার ভাই দীর্ঘদিন যাবত সৌদি প্রবাসী হওয়ায় তাদের স্ত্রী'রা ছাড়া বাড়িতে কেউ ছিলো না। এ সুযোগে সোমবার গভীর রাত আনুমানিক ৩টার সময় ঘরের জানালা ও ছাদের উপর টিনের ছাউনি কেটে দরজা খুলে ১৫/১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ঘরে ঢুকে। পরে তাদের সন্তানসহ ঘরে থাকা তাদের স্ত্রী ও মা'কে অস্ত্রের মুখে জিম্মি করে ৭৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২২ লক্ষ টাকা, একটি আইফোন, স্যামসাং কোম্পানির ১টি ট্যাব-সহ প্রায় ২ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী প্রবাসী কামরুলের স্ত্রী উম্মেহানী ও জহিরুলের স্ত্রী উর্মী আক্তার অভিযোগ করে বলেন, আমাদের বাসায় কোনো পুরুষ না থাকায় সোমবার গভীর রাতে সংঘবদ্ধ একদল ডাকাত আমাদের বাসায় ঢুকে লোহার সাবাল দিয়ে দরজা ভেঙ্গে আমাদের সন্তান এবং শাশুড়ীদের গলায় ছুরি ও অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিসহ সবকিছু তছনছ করে চারজনের রুমে থাকা মোট ৭৫ ভরি স্বর্ণালংকার,নগদ ২২ লক্ষ টাকা মোবাইলসহ প্রায় ২ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আমরা পুরো পথে নেমে গেছি। ডাকাতদল আমাদের পুরো নিঃস্ব করে দিয়েছে। প্রশাসনের কাছে এ ঘটনার সাথে জড়িত ডাকাতদের দ্রুত গ্রেপ্তার করে আমাদের বেঁচে থাকার সম্বলগুলো উদ্ধার করে দেয়া ও তাদের শাস্তির দাবী জানাই।
সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মো. রাশেদুল হাসান খান বলেন, সার্কেল এসপি আসিফ ইমামসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবিষয়ে ভুক্তভোগী পরিবার থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, সোনারগাঁয়ের ডাকাতির বিষয়টি সম্পর্কে জেনেছি। ঘটনাস্থল আমাদের সার্কেল এসপিসহ থানার সংশ্লিষ্ট কর্মকর্তা পরিদর্শন করেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন