সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি : সোনারগাঁয়ে আরবী বিশ্ববিদ্যালয় ছিল, যার নামে সারা বিশ্বে সোনারগাঁ পরিচিতি পেতো কিন্তু এখন সোনারগাঁয়ের শিক্ষার কি অবস্থা, ভালো কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই। যে দুটি শিক্ষা প্রতিষ্ঠান একটি কলেজ ও একটি উচ্চ বিদ্যালয় জাতীয়করন করা হয়েছে,তাদের অবস্থা ও তেমন ভালো না। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা গুলোকে জাতীয় করন করা দরকার। এ ব্যাপারে জামায়াতে ইসলামীর শিক্ষা বিভাগ কাজ করছে। বর্তমান সরকারের শিক্ষা উপদেষ্টা কথা দিয়েছে এ সরকারের আমলেই এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে জাতীয়করন করা হবে। মসজিদের ইমাম, কওমি মাদ্রাসার শিক্ষক ও সাংবাদিকদের সরকারি বেতন ভাতা দিতে হবে। কোরআনের সমাজ তৈরী করতে হলে সবার আগে মসজিদের ইমামদের মাদ্রাসার শিক্ষকদের এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মিলে মিশে কাজ করতে হবে দেশের জন্য।
শনিবার(২৬ জুলাই) সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নে একটি রেষ্টুরেন্টে মাওলানা ইসহাক মিয়ার সভাপতিত্বে এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ড. ইকবাল হোসাইন ভূইয়া এসব কথা বলেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মমিনুল হক সরকার,জামায়াতে ইসলামী সোনারগাঁ দক্ষিনের সভাপতি মাহবুবর রহমান, ডা. আবু বকর সিদ্দিক, মাওলানা ইব্রাহিম, মো. আসাদুল ইসলাম,মাওলানা শাহ আলম,রহমত উল্লাহ মাদানী, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মহিউদ্দিন, মাওলানা আবু জাফর আতাউল্লাহ,দেওয়ান খোরশেদ আলম প্রমুখ।
No comments:
Post a Comment