সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, তোমরা সফলতার ধারাবাহিকতা বজায় রেখে কঠোর পরিশ্রম করে ভবিষ্যতেও সফলতা অর্জন করতে হবে। তোমরা যারা মেধা বৃত্তি বা কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য নগদ অর্থ, ক্রেষ্ট ও সার্টিফিকেট পেয়েছো তোমাদের কিন্তু এ সাফল্য ই শেষ নয়। সামনে আরো অনেক লম্বা পথ রয়েছে সে পথ কিন্তু কিন্তু সফলতার সাথে পাড়ি দিতে হবে। মনে রাখবে স্বাধীনতা লাভ করা যেমন অনেক সহজ কিন্তু রক্ষা করাও অনেক কঠিন।
মঙ্গলবার(২৯ শে জুলাই) দুপুরে উপজেলা অডিটরিয়ামে সোনারগাঁ পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম ( SEDP) এর আওতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
অনুষ্ঠানে একাডেমিক সুপার ভাইজার কাজল চন্দ্র পালের সঞ্চালনায় ও মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ( ভুমি) কাঁচপুর সার্কেল সেগুফতা মেহনাজ,ও সহকারি কমিশনার ( ভুমি) মন্জুরুল মোর্শেদ,ড. মো. ইকবাল হোসাইন ভূইয়াসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ম্যানেজিং কমিটির সদস্য, কৃতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
সোনারগাঁ উপজেলার ২০২২-২০২৩ শিক্ষা বর্ষের ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৪ জন মেধাবী শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়। এসময় শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে এসএসসি ও সমমান শিক্ষার্থীকে দশ হাজার ও এইচএসসি ও সমমান শিক্ষার্থীকে পঁচিশ হাজার টাকা করে তাদের ব্যাংক একাউন্টে মাধ্যমে এ অর্থ প্রদান করা হয়েছে। এছাড়াও প্রত্যেক শিক্ষার্থীকে ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন