সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাত বছর বয়সী এক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মোখলেছুর রহমান (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ পুলিশ।
গত বুধবার রাতে পিরোজপুর ইউনিয়নের প্রতাপেরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় ভূক্তভোগী শিশুর মা বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতকে বৃহস্পতিবার (২৪জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত মোখলেছুর রহমান ওই শিশুকে মুখ চেপে ধরে ওই এরলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপেরচর এলাকায় বরিশালের টুমচর এলাকার চান্দু হাওলাদারের ছেলে মোখলেছুর রহমান বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। সে ওই এলাকার একটি চিনি কারখানায় শ্রমিকের কাজ করে। গত মঙ্গলবার সন্ধ্যায় ভূক্তভোগী শিশুকে ওই এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে মুখ চেপে ধষর্ণের চেষ্টা করে। এক পর্যায়ে ওই শিশু চিৎকার দিলে স্থানীয়রা তাকে ওই বাড়ি থেকে উদ্ধার করেন। ঘটনার পর অভিযুক্ত মোখলেছুর রহমান পালিয়ে যায়। ঘটনার পরদিন বুধবার সন্ধ্যায় ওই শিশুর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। ওইদিন রাতে প্রতাপেরচর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতকে নারায়ণগঞ্জে আদালতে প্রেরণ করে।
সোনারগাঁ থানার পরিদর্শক(তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
No comments:
Post a Comment