সোনারগাঁয়ে অবৈধ চুনা কারখানায় তিতাসের হানা, জরিমানা ১ লাখ - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

সোনারগাঁয়ে অবৈধ চুনা কারখানায় তিতাসের হানা, জরিমানা ১ লাখ


 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও পরিবেশ দূষণ রোধে বিশেষ অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। 


রোববার (১১ জানুয়ারি) উপজেলার পিরোজপুর, আষাঢ়িয়ার চর ও মল্লিকপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৩টি অবৈধ চুনা কারখানা উচ্ছেদ করা হয়। এ সময় একটি কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


​নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপজেলার তিনটি স্পটে ভাট্টিগুলো শনাক্ত করা হয়। 


তিতাস কর্তৃপক্ষ জানায়, পিরোজপুর এলাকায় মক্কা ফুড সংলগ্ন একটি কারখানার দুটি চালু ভাট্টি, আষাঢ়িয়ার চরের দুটি বন্ধ ভাট্টি এবং মল্লিকপাড়া এলাকার একটি চালু ও একটি বন্ধ ভাট্টি এক্সক্যাভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।


​অভিযান চলাকালে ফায়ার সার্ভিসের সহায়তায় ভাট্টির আগুন নির্বাপণ করা হয়। লাইসেন্সবিহীন ও অবৈধ সংযোগের দায়ে মল্লিকপাড়া এলাকার কারখানা মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। তবে এই ঘটনায় কাউকে আটক বা কোনো মামলা দায়ের করা হয়নি।


অভিযানকালে তিতাসের কারিগরি কর্মকর্তাদের পাশাপাশি ফায়ার সার্ভিস ও বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।


অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাজমুল খুদা বলেন, জাতীয় সম্পদ গ্যাস চুরি করে যারা ব্যক্তিগত বিলাসিতার পাহাড় গড়ছে, তারা দেশ ও দশের শত্রু। আমরা এখানে কোনো দয়া বা সহানুভূতি দেখাতে আসিনি। যারা অবৈধ সংযোগ দিয়ে রাষ্ট্রের কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, তাদের শেকড় উপড়ে ফেলাই আমাদের লক্ষ্য। আজ শুধু কারখানাগুলো ধ্বংস করা হলো; ভবিষ্যতে একই অপরাধ করলে কোনো জরিমানা নয়, সরাসরি জেলেও পাঠানো হবে। আমরা আইন অনুযায়ী স্থাপনাগুলো গুঁড়িয়ে দিয়েছি এবং মালিককে অর্থদণ্ড দিয়েছি। জনস্বার্থে ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।


​অভিযানে তিতাস গ্যাসের কারিগরি দল ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages