সোনারগাঁয়ে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

সোনারগাঁয়ে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত


 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রস্তাবিত গণভোটকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধি এবং ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক বিশেষ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের অপরাজিতা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল-জিনাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম,সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মহিবুল্লাহ। 


সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল-জিনাত বলেন, গণভোট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এর মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণের সরাসরি ইচ্ছার প্রতিফলন ঘটে, যা গণতন্ত্রের ভিত্তি মজবুত করে। নির্ভয়ে এবং স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।

 

তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে এবং গণতন্ত্র আরও শক্তিশালী হবে। এজন্য সবাইকে নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটগ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।


উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরী বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর। তিনি পোষ্টাল ভোট, ভোটারদের অধিকার ও নির্বাচনী আচরণবিধিমালা সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বলেন, ভোটারদের সচেতন অংশগ্রহণই একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পারে।


সভায় ভিডিওচিত্র প্রদর্শনের মাধ্যমে ভোট প্রদান পদ্ধতি, গণভোটের গুরুত্ব এবং আচরণবিধি সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।


এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভা শেষে উপস্থিতিদের মাঝে গণভোট ও নির্বাচন সংক্রান্ত সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages