সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান দলীয় পদ ও রাজনীতি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রবিবার (১১ জানুয়ারি) সকালে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
মাহবুবুর রহমান দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তবে ২০২০ সালে নারায়ণগঞ্জ-৩ আসনের তৎকালীন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার হাত ধরে তিনি জাতীয় পার্টিতে যোগদান করেন। দলে যোগ দেওয়ার পর তাকে সোনারগাঁ পৌরসভার ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছিল।
দীর্ঘ কয়েক বছর দায়িত্ব পালনের পর বর্তমানে তিনি আর এই পদে থাকতে আগ্রহী নন বলে জানিয়েছেন। সংবাদমাধ্যমকে মাহবুবুর রহমান বলেন, আমি সম্পূর্ণ ব্যক্তিগত কারণে জাতীয় পার্টি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে আমি ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদসহ জাতীয় পার্টির সকল পর্যায়ের সদস্যপদ থেকেও ইস্তফা দিচ্ছি।
তৃণমূলের একজন পরিচিত নেতা হিসেবে মাহবুবুর রহমানের পদত্যাগকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে। বিএনপি থেকে এসে জাতীয় পার্টিতে দায়িত্ব পালন করা এই নেতার আকস্মিক সরে দাঁড়ানোকে অনেকেই তার পুরনো রাজনৈতিক প্ল্যাটফর্মে ফেরার সম্ভাবনা হিসেবে দেখছেন। তবে এই বিষয়ে মাহবুবুর রহমান স্পষ্ট কিছু জানাননি।
তার এই পদত্যাগপত্র ইতোমধ্যে সংশ্লিষ্ট কমিটির কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন