সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গোলাম মসীহর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১০ জানুয়ারি) সোনারগাঁ পৌরসভার পোদ্দার বাড়িতে মহিলাদের নিয়ে 'গোপন' বৈঠকের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালানোর সময় এ দণ্ড দেওয়া হয়।
খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা তথ্য সংগ্রহ করতে গেলে প্রার্থীর সমর্থকরা তাদের বাধা প্রদান করেন এবং হেনস্থা করে দীর্ঘক্ষণ জিম্মি করে রাখেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সাবেক রাষ্ট্রদূত ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য (বর্তমানে ইসলামী আন্দোলন মনোনীত) গোলাম মসীহর নিজ বাসভবন 'পোদ্দার বাড়িতে' কয়েকশ নারীকে নিয়ে ধর্মীয় তালিমের আয়োজন করা হয়। তবে অভিযোগ ওঠে, তালিমের আড়ালে সেখানে গোলাম মসীহর ছবি সম্বলিত লিফলেট বিতরণ ও হাতপাখা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছিল।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম। তিনি ঘটনার প্রাথমিক সত্যতা পান এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থী গোলাম মসীহকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে গোলাম মসীহ দাবি করেন, তার বাড়িতে নিয়মিত ইসলামিক তালিম হচ্ছিল। তার স্ত্রী বেগম ঝিনুক ও স্থানীয় মরিয়ম নামের এক নারী এর আয়োজন করেছিলেন। প্রচারপত্র বিলির বিষয়ে তিনি বলেন, কে বা কারা লিফলেট বিলি করেছে তা আমার জানা নেই। এক পর্যায়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, অন্য প্রার্থীরা প্রচারণা চালালে দোষ হয় না, কিন্তু তার ক্ষেত্রে কেন বাধা দেওয়া হচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম গণমাধ্যমকে জানান, গোপনে মহিলাদের নিয়ে নির্বাচনী প্রচারণা চলছে—এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। অভিযোগের সত্যতা পাওয়ায় এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হওয়ায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন