সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বহিষ্কৃত যুবদল নেতা আশরাফুল আলম আশরাফ প্রধানকে একই মঞ্চে নিয়ে গিয়াসউদ্দিনের আলোচনাসভা আয়োজনকে কেন্দ্র করে সোনারগাঁয়ে সমালোচনা ঝড় ও তীব্র ক্ষোভের সৃষ্টি৷ কেউ কেউ বলছে নারায়ণগঞ্জে বিএনপিকে জনসাধারণের কাছে বিতর্কিত করতেই গিয়াসউদ্দিন এই অভিনব কায়দা নিয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে টিপুর্দী এলাকার পানাম রেস্টুরেন্টের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই সভার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।
স্থানীয় নেতাদের অভিযোগ, কেন্দ্রীয় যুবদলের কঠোর নির্দেশ অমান্য করে গিয়াসউদ্দিন নিজের ব্যক্তিস্বার্থে বহিষ্কৃত নেতাকে সামনে এনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলের মধ্যে বিভাজন সৃষ্টি করছেন। তাদের দাবি, নির্বাচনের প্রাক্কালে এমন উসকানিমূলক আচরণ বিএনপির সমর্থক ও সাধারণ মানুষের কাছে দলের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে।
একজন সিনিয়র নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, যে নেতাকে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মশাল মিছিল, অপপ্রচার ও ষড়যন্ত্রের দায়ে বহিষ্কার করা হয়েছে।তাকে নিয়ে মঞ্চ করা কেন্দ্রের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর মতো স্পষ্ট অপরাধ।
আরেক যুবদল নেতা বলেন, আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে আন্দোলনকারী, দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী একজন বহিষ্কৃত নেতাকে গিয়াসউদ্দিন পুনরায় সক্রিয় করার চেষ্টা করছেন—এটা বিএনপির আগামী নির্বাচনী সমন্বয়কে চরমভাবে বাধাগ্রস্ত করছে।
স্বেচ্ছাসেবক দলের এক নেতা বলেন, এমন কর্মকাণ্ডে সাধারণ মানুষ ভাবছে বিএনপির ভেতর এখনও কোন্দল চলছে। গিয়াসউদ্দিন ইচ্ছাকৃতভাবেই দলকে বিতর্কিত করছেন। তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা না নিলে আরও বড় সংকট তৈরি হতে পারে।
তৃণমূল নেতারা অভিযোগ করে বলেন, গিয়াসউদ্দিন দীর্ঘদিন ধরে সাংগঠনিক সিদ্ধান্ত অমান্য করে বিভাজন সৃষ্টি করে চলেছেন। তার বিরুদ্ধে আগেও বিভিন্ন অভিযোগ উঠেছিল, তবে সদর্থক কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন। এবার বহিষ্কৃত নেতাকে নিয়ে সভা করা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলেও তারা মন্তব্য করেন।
তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান,গিয়াসউদ্দিন ও বহিষ্কৃত আশরাফুল আলম আশরাফ প্রধানের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে সোনারগাঁ বিএনপির শৃঙ্খলা পুনঃস্থাপন করা হোক। তাদের ভাষায়, দলের অস্তিত্ব রক্ষার স্বার্থেই এখন কঠোর সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন