সোনারগাঁয়ে বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

সোনারগাঁয়ে বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা


  

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: মহান বিজয় দিবস-২০২৫ উদযাপনকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রশাসনের উদ্যোগে  প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার(৯ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। 


সভায় উপজেলার নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, , শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।


সভায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।


সভাপতির বক্তব্যে ইউএনও আসিফ আল জিনাত বলেন, “মহান বিজয় দিবস বাঙালির গৌরবময় ইতিহাসের স্মারক দিন। এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সকল স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি অনুষ্ঠানের প্রতিটি আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান।


সভায় পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজেদের প্রস্তুতি উপস্থাপন করে বিজয় দিবস শান্তিপূর্ণ, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages