সোনারগাঁয়ে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ: দৈনিক সাশ্রয় হবে ৭৩ হাজার টাকার গ্যাস - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

সোনারগাঁয়ে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ: দৈনিক সাশ্রয় হবে ৭৩ হাজার টাকার গ্যাস



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদে ব্যাপক অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (জোবিঅ-সোনারগাঁও)। 


বুধবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত মোগরাপাড়া ও দরিকান্দী এলাকার তিনটি স্পটে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে ৩টি বাণিজ্যিক ভাট্টিসহ ২২টি আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।


নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তারিফ আল তাওহীদ -এর নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। তিতাস গ্যাস জোবিঅ-সোনারগাঁও-এর কারিগরি দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে মোগড়াপাড়ার ছোট সাদীপুর এলাকায় একটি অবৈধ ঢালাই কারখানার ২টি ভাট্টি ধ্বংস করা হয় এবং ৩০০ ফুট অবৈধ বিতরণ লাইন অপসারণের মাধ্যমে ২০টি আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় সেখান থেকে ১৮০ ফুট ১" ডায়া বিশিষ্ট জিআই পাইপ এবং ১১টি মোল্ডিং এর ছাঁচ জব্দ করা হয়।


​পরবর্তীতে মোগড়াপাড়া চৌরাস্তা সংলগ্ন কলেজ রোড এলাকায় অপর একটি ঢালাই কারখানার ১টি ভাট্টি ও প্লাস্টিক পাইপের সংযোগ ধ্বংস করা হয়। সবশেষে দরিকান্দী এলাকায় একটি অবৈধ বেকারী ও একটি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সেখান থেকে গ্যাস চুরির কাজে ব্যবহৃত ১টি বুস্টার ও এমএস পাইপ জব্দ করা হয়। এতে লোড অনুযায়ী দৈনিক প্রায় ৭৩০০০টাকার, জাতীয় সম্পদ সাশ্রয় হবে।

এছাড়াও অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে দরিকান্দী এলাকায় এক আবাসিক গ্রাহককে ২৫,০০০ টাকা এবং একটি বেকারীকে ৮,০০০ টাকা সহ সর্বমোট ৩৩,০০০ টাকা নগদ জরিমানা করা হয়।  

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিফ আল তাওহীদ বলেন, রাষ্ট্রীয় সম্পদ গ্যাসের অপচয় ও চুরি রোধে জেলা প্রশাসনের এই উদ্যোগ অব্যাহত থাকবে। প্রতিটি উচ্ছেদকৃত স্থানে পাইপলাইনের উৎস মুখ স্থায়ীভাবে সিল (ক্যাপিং) করে দেওয়া হয়েছে যেন পুনরায় সংযোগ নিতে না পারে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages