সোনারগাঁয়ে অবৈধ ৩ টি চুনা কারখানা উচ্ছেদ ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

সোনারগাঁয়ে অবৈধ ৩ টি চুনা কারখানা উচ্ছেদ ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দত্তপাড়া ও পৌর ভবনাথপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জোবিঅ-মেঘনাঘাট কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এ অভিযান পরিচালিত হয়।


জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের সহকারী কমিশনার  নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুনিম সোহানার নেতৃত্বে পরিচালিত অভিযানে মোট ৩টি স্পটে অভিযান চালানো হয়।


অভিযানকালে দত্তপাড়া এলাকায় একটি অবৈধ চুনা কারখানার ২টি ভাট্টি (এর মধ্যে ১টি চালু) উচ্ছেদ করা হয়। এছাড়া পৌর ভবনাথপুর এলাকায় (সোনারগাঁও থানার পেছনে) আরও একটি অবৈধ চুনা কারখানার ২টি ভাট্টি (১টি চালু) এবং কলাপাতা এলাকায় একটি অবৈধ মিষ্টি কারখানার ৪টি বার্ণার বিচ্ছিন্ন করা হয়।


এ সময় ১.৫ ইঞ্চি ব্যাসের প্রায় ৫০ ফুট পাইপ, ৪টি এয়ার মিক্স বার্ণার জব্দ করা হয়। পাশাপাশি প্রায় ২৫০ ফুট প্লাস্টিকের পাইপ কেটে স্পটেই বিনষ্ট করা হয়।


মোবাইল কোর্টে বাণিজ্যিক শ্রেণির মোট ৪টি চুনা ভাট্টি ও মিষ্টি কারখানার ৪টি বার্ণারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে সর্বমোট ৮ হাজার ১৮০ ঘনফুট প্রতি ঘণ্টা গ্যাস লোড বিচ্ছিন্ন করা সম্ভব হয়েছে। এর ফলে দৈনিক প্রায় ১ লাখ ৬৮ হাজার টাকার গ্যাস সাশ্রয় হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


অভিযানকালে কলাপাতা এলাকার একটি মিষ্টি কারখানায় অবৈধ গ্যাস সংযোগের দায়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তবে কারখানার মালিকদের ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় কাউকে কারাদণ্ড দেওয়া সম্ভব হয়নি।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উচ্ছেদ অভিযানে এক্সক্যাভেটর মেশিনের মাধ্যমে কারখানাগুলোর স্থাপনা ভেঙে ফেলা হয়েছে এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। পরবর্তীতে লিগ্যাল বিভাগ (নারায়ণগঞ্জ) এর মাধ্যমে চুন কারখানার জমির মালিক ও কারখানার মালিকদের বিরুদ্ধে মামলা বা এজাহার দায়ের করা হবে।


অভিযানকালে জোবিঅ-মেঘনাঘাটের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages