সোনারগাঁয়ে ৬দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

সোনারগাঁয়ে ৬দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জি.আর. ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মিরাজুল ইসলাম রিফাত (১৬) গত ছয় দিন ধরে নিখোঁজ রয়েছে। গত বুধবার (২৫ ডিসেম্বর) সকালে কোচিংয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। এ ঘটনায় ছাত্রের মা নাছিমা আক্তার বাদি হয়ে গত রোববার সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী করেন।


​নিখোঁজ রিফাত বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী গ্রামের আবুল কালামের ছেলে। সে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।


তার বাবা বলেন, বুধবার সকাল ৯টায় স্কুল ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয় রিফাত। তবে সে নিজের মোবাইল ফোনটি বাড়িতেই রেখে গিয়েছিল। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর সে বাড়ি না ফেরায় স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল স্থানে সন্ধান চালিয়েও তার কোনো হদিস মেলেনি।


​ছেলের শোকে মা নাছিমা আক্তার বর্তমানে শয্যাশায়ী। বাবা আবুল কালাম অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, আমার ছেলেটা খুব শান্ত স্বভাবের। কারো সাথে কোনো শত্রুতা ছিল না। ৬টা দিন পার হয়ে গেল, অথচ আমার কলিজার টুকরার কোনো খবর পেলাম না।


​সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিবুল্লাহ জানান, পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। ছাত্রের বিবরণ দেশের প্রতিটি থানায় পাঠানো হয়েছে এবং তাকে দ্রুত উদ্ধারে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages