সোনারগাঁয়ে তিতাসের অভিযান: ৪টি চুনা কারখানা গুড়িয়ে দেওয়া সহ ২০০ সংযোগ বিচ্ছিন্ন - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

সোনারগাঁয়ে তিতাসের অভিযান: ৪টি চুনা কারখানা গুড়িয়ে দেওয়া সহ ২০০ সংযোগ বিচ্ছিন্ন


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে এক বিশেষ অভিযান চালিয়ে চারটি অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিনব্যাপী পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারখানাগুলোর সংযোগসহ প্রায় ২০০টি আবাসিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।


মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত পিরোজপুর ইকনোমিক জোনের আশপাশ ও সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পিরোজপুর ইকনোমিক জোনের গেটের পশ্চিম পাশে একটি, পূর্ব পাশে একটি, ঝাউচর এলাকায় একটি এবং প্রতাপেরচর এলাকায় একটি—মোট ৪টি বড় চুনা কারখানা এক্সক্যাভেটর (ভেকু) দিয়ে সম্পূর্ণ ভেঙে ফেলা হয়।


​কারখানাগুলোতে উচ্চচাপে অবৈধ গ্যাস ব্যবহার করে চুন উৎপাদন করা হচ্ছিল। অভিযান চলাকালে নিরাপত্তার স্বার্থে ও দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিসের সহায়তায় কারখানার আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপণ করা হয়।


এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় ও মেঘনাঘাট জোনাল অফিসের ব্যবস্থাপক (ইঞ্জিনিয়ার) সুরঞ্জিত সেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। 


এ সময় আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত।


চুনা কারখানাগুলোর স্থাপনা এক্সক্যাভেটর মেশিনের সাহায্যে ভেঙে ফেলা হয় ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। 


অভিযান শেষে সুরঞ্জিত সেন বলেন, সরকারি সম্পদ ও জাতীয় জ্বালানি রক্ষায় এই ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। "সোনারগাঁয়ের প্রতিটি এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। যেখানেই অবৈধ সংযোগের খবর পাওয়া যাবে, সেখানেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও উচ্ছেদ পরিচালনা করা হবে।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages