সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনার শাখা নদীতে পড়ে রিজভী (৩) নামের এক শিশুর মৃত্যু
হয়েছে।
গতকাল বিকেল ৪ টায় পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামে শাহী মসজিদের পেছনের বালুর মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার (৮ আগষ্ট) সকালে সেই শাখা নদী থেকেই তার লাশ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ রিজভী উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার প্রবাসী মো. রিপন মিয়ার ছেলে। সে মা মিমের সঙ্গে ঝাউচরে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
গতকাল পানিতে নিখোঁজ হওয়ার পরপরই নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস (ডুবুরি) ইউনিটকে খবর দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে রাত ১০টা পর্যন্ত নদীতে খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান পায়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন