সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ উপজেলায় টাইগার সিমেন্ট ফ্যাক্টরিতে রঙের কাজ করতে গিয়ে ৭তলা বিল্ডিং থেকে পরে আশিক (২১) নামে একজন শ্রমিক নিহত।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টার সময় উপজেলা মেঘনা ইসলামপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আশিক রংপুর জেলার কাউনিয়া থানার পূর্বচালহাট গ্রামের আতাউর রহমানের ছেলে। সে কাজের সুবাধে সোনারগাঁয়ে পরিবার নিয়ে প্রতাবেরচর নোয়াব আলীর বাসা বাড়িতে ভাড়া থাকতেন।
নিহতের বাবা আতাউর রহমান জানান, তার ছেলে রুহুল আমিন আশিক মদিনা গ্রুপের টাইগার সিমেন্ট ফ্যাক্টুরিতে রাজু নামের এক ঠিকাদারের মাধ্যমে রঙের কাজ করে। মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো স্টীলের ভবনের ৭তলার কাজ করছেন। হঠ্যাৎ নিরাপত্তা বেল্ট ফসকে সে নীচে পড়ে আহত হয়। সহকর্মীরা তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তবে কারখানা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, শ্রমিক নিহত হওয়ার খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন