সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পানিতে ডুবে দুই চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। রোববার (৩১ আগষ্ট) দুপুরে উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো চেঙ্গাকান্দি গ্রামের মো: শাহআলীর মেয়ে নুসাইবা(৫) ও তার চাচাতো ভাই একই এলাকার সালাউদ্দিনের ছেলে মো. ইয়ামিন (৫)।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশু দুটি রোববার দুপুরে দিকে বসতঘরের পাশে খেলা করছিল। একপর্যায়ে তারা ঘরের পাশে মেঘনা নদীর শাখা নদী চেঙ্গাকান্দি নদে পড়ে যায়। তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় প্রতিবেশী জাহানারা বেগম হাড়িপাতিল ধুঁতে নদীতে গেলে ছেলে শিশুটিকে পানিতে ভেসে থাকতে দেখে এলাকাবাসীকে খবর দেন। পরে স্থানীয়রা শিশু মেয়েটিকে নদীতে খোঁজলে তাকেও মৃত অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়। পরে গ্রামবাসীর উপস্থিতিতে পারিবারিকভাবে বিকেলে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক(তদন্ত) রাশেদুল হাসান খাঁন বলেন, ডিউটি অফিসারের সাথে কথা বলেছি। এমন কোনো অভিযোগ কেউ দায়ের করেননি। তবে অভিযোগ পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন