সোনারগাঁয়ে দলিল লেখক হত্যা মামলায় স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকের মৃত্যুদণ্ড - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

সোনারগাঁয়ে দলিল লেখক হত্যা মামলায় স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকের মৃত্যুদণ্ড



সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দলিল লেখক মোশারফ হোসেন ভূঁইয়া হত্যা মামলায় স্ত্রী শাহিনুর আক্তার(৩৭) কে যাবজ্জীবন এবং তার পরকীয়া প্রেমিক রিপন মিয়া(৪১) কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।


রোববার (৩১ আগষ্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আমিনুল হক আসামি রিপন মিয়ার উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

তবে দলিল লেখকের স্ত্রী শাহিনুর আক্তার এখনো পলাতক রয়েছেন। একই সঙ্গে উভয় আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।


অতিরিক্ত পিপি নজরুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেন।


জানা যায়, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর পরকীয়ার জেরে

স্ত্রী শাহিনুর আক্তার ও পরকীয়া প্রেমিক রিপন মিলে দলিল লিখক মোশারফকে প্রথমে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে বালতির পানিতে চুবিয়ে এবং গলায় তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এ মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।


মামলার বাদি নিহতের বড় ভাই সোলায়মান ভূঁইয়া আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages