- sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

Tuesday, July 22, 2025


 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাস্তা পারাপারের সময় মহিদুল শেখ (২৪) নামের এক ড্রেজার শ্রমিক মারা গেছেন। নিহত ব্যক্তি নড়াইলের লোহাগড়া উপজেলার লাহোরিয়া এলাকার মো. বক্তার শেখ এর ছেলে। তিনি বস্তল এলাকায় ভাড়া থেকে একটি বালুর ড্রেজারে কাজ করতেন।


মঙ্গলবার (২২জুলাই) রাত ৮ টার দিকে সোনারগাঁ উপজেলার বস্তল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত মহিদুল শেখ বস্তল এলাকায় গুলজার হোসেন প্রধানের বালুর ড্রেজারে কর্মচারী ছিলেন। কাজ শেষে তিনি বাসায় ফেরার পথে মদনপুর থেকে আসা একটি মালবাহী ট্রাক(ঢাকা মেট্রো -ট ১৬-৮৩১৭) আড়াইহাজার যাওয়ার সময় বস্তল এলাকায় তাকে চাপা দেয়। এই সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পথচারী ও এলাকাবাসীর সহায়তায় তালতলা এলাকায় গাড়িটি আটক হলেও গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়। এই ঘটনার খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ গাড়িটি জব্দ করেন এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।


তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হক বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages