বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বেসরকারি শিক্ষক- কর্মচারী ফোরামের সোনারগাঁও শাখার ১৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।


শনিবার ৬ ডিসেম্বর সোনারগাঁওয়ে  মেঘনা শিল্পনগরী স্কুল ও কলেজ মাঠে এ সভার আয়োজন করেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সোনারগাঁও শাখা।


মেঘনা শিল্পনগরী স্কুল ও কলেজের অধ্যক্ষ এইচ এম মনিরুজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের  ও আতিকুল ইসলামের সঞ্চালনায়   অভিষেক ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম ও এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশীর জোট এর আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ মাইনুদ্দিন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের মহাসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম।


বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের  সোনারগাঁও শাখার ১৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।


বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সোনারগাঁও শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হন মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন সনমান্দি হাসান খান উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন,  সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন নুনেরটেক সেসিপ উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহ জালাল।


অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ বেসরকারি শিক্ষকদের কল্যাণে বাংলাদেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ জাতীয়করণ করার এক দফা দাবি জানান।


এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ও সোনারগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ সোনারগাঁওয়ের বিভিন্ন স্কুল ও কলেজের কয়েক শতাধিক শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages