সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে ইসলামী ৮ দলীয় ঐক্যজোটের কার্যক্রম আরও গতিশীল হয়েছে। নির্বাচনী মাঠে শক্ত উপস্থিতি জানান দিতে মঙ্গলবার সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামসাদী এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে এক যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জোটভুক্ত পাঁচ দলের এমপি পদপ্রার্থী এক মঞ্চে বসে নির্বাচনে শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া (দাঁড়িপাল্লা প্রতীক), আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি (বটগাছ প্রতীক), মাওলানা শাহজাহান শিবলী (রিকশা প্রতীক), মো. ফারুক আহমেদ মুন্সী (হাতপাখা প্রতীক) এবং মুফতি সিরাজুল ইসলাম (দেয়ালঘড়ি প্রতীক)। এছাড়া জোটের বিভিন্ন দলের থানা আমির, সেক্রেটারি এবং আশপাশের এলাকা থেকে আসা বহু সাধারণ মানুষও সভায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, ইসলামী ৮ দলীয় ঐক্যজোটের সম্মিলিত অংশগ্রহণ জনগণের প্রত্যাশার প্রতিফলন। দেশের রাজনৈতিক অঙ্গনে ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠায় এই ঐক্যের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা। একজন প্রার্থী বলেন, “মহান আল্লাহ জনগণের এই ঐক্য কবুল করুন। এবার ইসলামপন্থী শক্তিই সংসদে দায়িত্ব নেবে—এটাই আমাদের বিশ্বাস।” আরেকজন প্রার্থী জানান, “প্রতীক যাই হোক, আমাদের লক্ষ্য এক—ধর্মীয় মূল্যবোধ রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।”
সভাস্থলে উপস্থিত এলাকাবাসীর কেউ কেউ জানান, বহুদিন পর ইসলামী দলগুলোর এতটা ঐক্যবদ্ধ উপস্থিতি তাঁরা দেখলেন। কেউ মনে করছেন, এই ঐক্য নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে। তবে অনেকেই মনে করেন, জোটটির ভোটব্যাংক থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে প্রধান দুই রাজনৈতিক শক্তির মধ্যেই।
নারায়ণগঞ্জ-০৩ আসনটি রাজনৈতিকভাবে সবসময়ই গুরুত্বপূর্ণ। শিল্পাঞ্চল, পর্যটনকেন্দ্র ও ঘনবসতিপূর্ণ এই এলাকায় বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীও সক্রিয় হয়ে মাঠে নেমেছে। ফলে ৮ দলীয় জোটের এই যৌথ উপস্থিতি স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা সৃষ্টি করেছে।
সভা শেষে পাঁচ প্রার্থী নির্বাচনী মাঠে একযোগে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং শিগগিরই বড় পরিসরের কয়েকটি জনসভা করার ঘোষণা দেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন