​"চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনকে জড়িয়ে কুৎসা রটানোর অভিযোগ, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি" - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

​"চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনকে জড়িয়ে কুৎসা রটানোর অভিযোগ, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি"



সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি : সম্প্রতি একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়িয়ে মোগরাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. আশরাফ উদ্দিনকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি ইতোমধ্যে সোনারগাঁবাসীর দৃষ্টিগোচর হয়েছে। বিশেষ করে “Sonargaon Brata” নামক একটি আইডি থেকে প্রকাশিত যাচাইবিহীন ও মনগড়া প্রতিবেদনে তাকে জড়িয়ে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও চরম মানহানিকর বলে দাবি করা হয়েছে।


এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে হাজী মো. আশরাফ উদ্দিন বলেন, “আমি দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছি। সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, মাদক কারবার কিংবা কোনো অপরাধী চক্রের সঙ্গে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমাকে কেন্দ্র করে যে অপপ্রচার চালানো হচ্ছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। এটি একটি সুপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র।”


তিনি আরও বলেন, “এই অপপ্রচারের মূল উদ্দেশ্য হলো আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা, একজন ব্যবসায়ী ও জনপ্রতিনিধি প্রার্থী হিসেবে আমার অর্জিত সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা।”


প্রতিবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হাজী মো. আশরাফ উদ্দিন দীর্ঘদিন ধরে মোগরাপাড়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে বরাবরই সুস্পষ্ট, দৃঢ় ও আপসহীন অবস্থান গ্রহণ করে আসছেন। ইউনিয়নের শান্তি-শৃঙ্খলা রক্ষা, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা এবং নাগরিক নিরাপত্তা জোরদারে নিয়মিত সামাজিক ও মানবিক কার্যক্রমে যুক্ত রয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।


এছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিছু দায়িত্বজ্ঞানহীন ব্যক্তি সাংবাদিকতার ন্যূনতম নীতিমালা ও পেশাগত শিষ্টাচার উপেক্ষা করে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা তথ্য প্রচার করেছেন, যা অত্যন্ত নিন্দনীয়। কোনো পক্ষের বক্তব্য গ্রহণ না করে, তথ্যের সত্যতা যাচাই না করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ছাড়াই সংবাদ প্রকাশ করা সাংবাদিকতার মৌলিক নীতির পরিপন্থী বলে উল্লেখ করা হয়। এ ধরনের অপসাংবাদিকতা শুধু একজন নিরপরাধ ব্যবসায়ী ও প্রার্থীকে মানহানির মুখে ফেলে না, বরং গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করে এবং সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে।


প্রতিবাদ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সাংবাদিক ও সংবাদমাধ্যমগুলোর প্রতি দায়িত্বশীল, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে এ ধরনের মিথ্যা সংবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages