সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: জুনিয়র বৃত্তি পরীক্ষা উপলক্ষে সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে আগত পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য বিশেষ বসার ব্যবস্থা ও আপ্যায়নের আয়োজন করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিভিন্ন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এ কেন্দ্রে বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা চলাকালীন সময়ে অভিভাবকদের স্বাচ্ছন্দ্যে অপেক্ষার জন্য কেন্দ্রের আশপাশে চেয়ার ও বেঞ্চের ব্যবস্থা করা হয়। পাশাপাশি অভিভাবকদের জন্য বিস্কিট ও বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং পরীক্ষার্থীদের জন্য চকলেট বিতরণ করা হয়। শীতের এই সময়ে এমন মানবিক আয়োজন পেয়ে অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় সার্বিক তত্বাবধানে ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব।
এ সময় অভিভাবকদের সঙ্গে মতবিনিময়কালে খাইরুল ইসলাম সজীব বলেন,“আজ আমার পরিবারের একটি শোকের দিন। আমার চাচী ইন্তেকাল করেছেন। এরপরও আমি সেখানে না গিয়ে আপনাদের খোঁজ নিতে এখানে এসেছি। আপনারা এই শীতে কেমন আছেন, ঠিকমতো বসার জায়গা পেয়েছেন কিনা তা দেখার জন্য। এখান থেকেই আমি চাচীর জানাজায় অংশ নিতে যাবো। আপনারা সবাই মান্নান সাহেবের জন্য দোয়া করবেন।”
তিনি আরও বলেন,“আজকে যারা পরিক্ষার্থী তারাই এ দেশের ভবিষ্যৎ। পড়ালেখার মাধ্যমে তাদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। আজকের এই বৃত্তি পরীক্ষা তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। আপনারা অভিভাবকবৃন্দ অবশ্যই এই কোমলমতি শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখবেন।
এ সময় উপস্থিত অভিভাবকরা বলেন, পরীক্ষা কেন্দ্রগুলোতে সাধারণত বসার ব্যবস্থা না থাকায় তাদের ভোগান্তি পোহাতে হয়। সেখানে এমন উদ্যোগ তাদের জন্য অনেক স্বস্তির। তারা এই মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং পরীক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
উল্লেখ্য, শান্তিপূর্ণ পরিবেশে সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন