সোনারগাঁয়ের নিষিদ্ধ ছাত্রলীগের নেতা তায়েব শিকদার গ্রেফতার - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সোনারগাঁয়ের নিষিদ্ধ ছাত্রলীগের নেতা তায়েব শিকদার গ্রেফতার



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তায়েব শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা থেকে নারায়ণগঞ্জ ডিবি ও সোনারগাঁ থানা পুলিশের একটি যৌথ দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত তায়েব শিকদার উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকার আলাউদ্দিন শিকদারের ছেলে। তিনি জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে মহাসড়কে সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, গত আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন তায়েব শিকদারের নেতৃত্বে কাঁচপুর, সিদ্ধিরগঞ্জ ও সাইনবোর্ড এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এসব হামলায় কয়েকজন ছাত্র-জনতা নিহতের ঘটনায় সোনারগাঁ থানায় দায়েরকৃত হত্যা মামলার অন্যতম আসামি তিনি। ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তায়েব শিকদার বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages