সোনারগাঁয়ে এক মাসেও নিখোঁজ স্কুলছাত্র বিজয়ের খোঁজ মেলেনি - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

সোনারগাঁয়ে এক মাসেও নিখোঁজ স্কুলছাত্র বিজয়ের খোঁজ মেলেনি


 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে নিখোঁজ হওয়ার এক মাস পেরিয়ে গেলেও চতুর্থ শ্রেণির ছাত্র বিজয় ইসলাম (১০)-এর কোনো সন্ধান এখনো মেলেনি। সন্তানকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা অসহায় সময় পার করছেন। স্থানীয় পর্যায়ে খোঁজাখুঁজি, মাইকিং, লিফলেট বিতরণসহ নানা উদ্যোগ নেওয়া হলেও বিজয়কে পাওয়া যায়নি।


গত ১৮ অক্টোবর বিকেলে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইল রোড এলাকায় বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় বিজয়। নিখোঁজের সময় তার পরনে ছিল নেভি-সাদা ডোরা কাটা গোলগলা গেঞ্জি ও থ্রি-কোয়ার্টার প্যান্ট। সে কাঁচপুরের মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র।


বিজয়ের বাবা আশরাফুল ইসলাম বাবু স্থানীয়ভাবে সেলসম্যান হিসেবে কাজ করেন। মা এসতেমা আক্তার চম্পা গৃহিণী। তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা গ্রামে। বর্তমানে পরিবারটি কাঁচপুরের জিলানী মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। ঘটনার পরদিন ১৯ অক্টোবর সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তারা।


বিজয়ের বাবা আশরাফুল ইসলাম বলেন, “১৮ অক্টোবর বিকেলে ছেলেটা বাড়ির পাশেই চেঙ্গাইল ফ্যান কারখানার সামনে বালুর মাঠে খেলতে যায়। তারপর আর ফেরেনি। চারদিকে খুঁজেছি, কিন্তু কোনো খবর পাইনি। থানায় জিডি করেছি, কিন্তু এক মাসেও কোনো অগ্রগতি নেই।”


সন্তানকে হারিয়ে গভীর শোকে ভেঙে পড়েছেন মা এসতেমা আক্তার চম্পা। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার মানিক কোথায় আছে জানি না। এক মাস হয়ে গেল, তবুও তাকে খুঁজে পেলাম না। আমার ছেলেকে ফিরে পেতে প্রশাসনের দয়া চাই।”


পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে—যে কেউ বিজয়ের সন্ধান পেলে বিজয়ের বাবার মোবাইল নম্বর ০১৭৬৬১৩৪৪৩৭ ও ০১৮৩৩৯৭৯৭৯৫-এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।


এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “বিজয় নিখোঁজের ঘটনায় পরিবারের করা জিডি গ্রহণ করা হয়েছে। তাকে উদ্ধারে জেলার সব থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages