অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান : মান্নান - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান : মান্নান


 

সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান এক লিখিত বিবৃতিতে অভিযোগ করেছেন যে, একটি স্বার্থান্বেষী মহল তার ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।


রোববার (১২ নভেম্বর ) দেওয়া ওই প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, তার অডিও ভয়েস বিকৃত (ভয়েজ এডিট) করে মিথ্যা ও বানোয়াট বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যার মাধ্যমে তার দলের নেতাকর্মী ও জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলছে।


মান্নান বলেন, “সম্প্রতি কিছু কুচক্রী মহল ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আমার অডিও বিকৃত করে এমন বক্তব্য তৈরি করছে যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। তারা আমার সঙ্গে দলের এক বর্ষীয়ান নেতার নাম জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে, যা অত্যন্ত জঘন্য ও অপরাধমূলক।”

তিনি আরও উল্লেখ করেন, এসব প্রচারণা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করা ও আগামী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করার এক সুপরিকল্পিত অপচেষ্টা।


বিবৃতিতে তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমি সকল নেতাকর্মী ও সমর্থকদের আহ্বান জানাই, এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক থাকবেন, গুজব প্রতিহত করবেন এবং সত্যের পাশে থাকবেন। আমরা সবাই মিলেই ভোটাধিকারের লড়াইয়ে জয়ী হবো, ইনশাআল্লাহ।”


আজহারুল ইসলাম মান্নান সংবাদ মাধ্যম ও সাধারণ মানুষের প্রতিও আহ্বান জানান— কোনো তথ্যের সত্যতা যাচাই না করে প্রচার বা প্রকাশ থেকে বিরত থাকতে এবং শান্তি-সম্প্রীতিমূলক সমাজ গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages