শ্রমিক নিহতের জেরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, তীব্র যানজট - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

শ্রমিক নিহতের জেরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, তীব্র যানজট



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের গার্মেন্টস শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এর ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। 


সোমবার (৩ নভেম্বর) বন্দর উপজেলার মদনপুরের লারিজ ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে।


নিহত শ্রমিক হলেন- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার দুলালের মেয়ে রিনা (৩০)।


শ্রমিকেরা জানান, গতকাল রাতে গার্মেন্টসে কাজ করতে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রিনা। এসময় ছুটি চাইলে তাকে ছুটি দেয়া হয়নি। এর কিছুক্ষণ পরে গার্মেন্টসে মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে তাকে স্থানীয় ঈশা খাঁ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত নয়টার দিকে তার মৃত্যু হয়। 


এদিকে সকালে শ্রমিক নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে পুরো গার্মেন্টসের শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসেন। এসময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা। 


কাঁচপুর থানা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ করছে।


নারায়ণগঞ্জের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক (ইন্টিলিজেন্স) সেলিম বাদশা জানান, গতকাল রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় লারিজ ফ্যাশনস নামের গার্মেন্টসের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages