সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও এডুকেশন সোসাইটির পরিচালক, নারায়ণগঞ্জ- ৩ (সোনারগাঁও- সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ডক্টর মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে সকল দল ও ধর্মের লোক নিরাপদে নিজ বাসায় থাকতে পারবে।
এ সময় জামায়াতের প্রার্থী ও কর্মীরা জনগণকে পি আর পদ্ধতি ও জুলাই সনদের গুরুত্বসহ জামায়াতের ৫ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরে দাড়িপাল্লার পক্ষে ভোট চান।
শুক্রবার ১০ অক্টোবর সকাল থেকে দিনব্যাপী সনমান্দী ইউনিয়ন এর প্রেমের বাজার ও বৈদ্যেরবাজার ইউনিয়ন এর হামছাদী এলাকায় এ বৈরী আবহাওয়ার মধ্যেও জনগণের সাথে সম্পৃক্ততা রক্ষার জন্য অবিরাম গণসংযোগ করে যাচ্ছেন।
গণ সংযোগ কালে উপস্থিত ছিলেন সোনারগাঁ দক্ষিণ এর সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ মোল্লা, ওলামা বিভাগের সভাপতি মাওলানা ফেরদৌস রহমান, সনমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল মোমিন, সহ সভাপতি আব্দুস সাত্তার,সনমান্দী ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের সভাপতি আমীর হামজা প্রমুখ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন