মেঘনা নদীতে চাঁদাবাজিকালে পুলিশের সঙ্গে গুলাগুলি, ৩ পুলিশসহ আহত-৫ - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

মেঘনা নদীতে চাঁদাবাজিকালে পুলিশের সঙ্গে গুলাগুলি, ৩ পুলিশসহ আহত-৫


 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে নৌযানে চাঁদাবাজি ঠেকাতে গিয়ে পুলিশের সঙ্গে চাঁদাবাজদের সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় তিন পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। 


মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।


আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে পাশ্ববর্তী কুমিল্লার মেঘনা উপজেলার নলচর গ্রামের বারেকের নেতৃত্বে তার ছেলে মহসিন, হাসনাত, রানা, সাজ্জাদসহ ২০-৩০ জনের একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র সক্রিয় রয়েছে। তারা প্রতিদিন নদীপথে চলাচলকারী বালু ও মালবাহী নৌযান থেকে চাঁদা আদায় করে আসছে। এসবি জয়নব বৃষ্টি পরিবহন নামের একটি বাল্কহেড নৌযান নুনেরটেক এলাকায় পৌঁছালে বারেকের নেতৃত্বে টিটু, মহসিনসহ একদল চাঁদাবাজ দেশীয় অস্ত্র টেটা, বল্লম ও রামদা নিয়ে চাঁদা দাবি করে। নৌযানের শ্রমিকরা চাঁদা দিতে অস্বীকার করলে তারা শ্রমিক মহিবুল্লাহ ও জাকারিয়া ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে।


খবর পেয়ে বৈদ্যেরবাজার ও চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান চালালে চাঁদাবাজরা পুলিশকে লক্ষ্য করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে এএসআই মাকসুদ, কনস্টেবল সোহাগ ও কনস্টেবল সাইদুর আহত হন। আত্মরক্ষার্থে পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


পরে ঘটনাস্থল থেকে চাঁদাবাজ চক্রের সদস্য রানা ও সাজ্জাদকে গ্রেফতার করা হয়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কনস্টেবল সোহাগ ও শ্রমিক জাকারিয়ার অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


বাল্কহেডের সুকানী মো. শফিকুল ইসলাম জানান,“আড়াইহাজার মরিচাকান্দি এলাকা থেকে বালু নিয়ে আমাদের বাল্কহেড ঢাকা যাচ্ছিল। নুনেরটেকে পৌঁছালে চাঁদাবাজরা ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। না দিলে শ্রমিকদের উপর হামলা চালায়। তিনি আরও জানান, এ পথে প্রতিদিনই বিভিন্ন চাঁদাবাজ দল শ্রমিকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে থাকে। অভিযুক্ত চাঁদাবাজ বারেকের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এবং পাঠানো বার্তারও কোনো জবাব দেননি।


বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন,“মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে একটি চাঁদাবাজ চক্র সক্রিয় রয়েছে। মঙ্গলবার সকালে তাদের চাঁদা আদায় রোধে গেলে তারা পুলিশের উপর হামলা করে তিন সদস্যকে আহত করে। দুইজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages