সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মাইনুদ্দিন (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৭টার দিকে কাঁচপুর ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।


নিহত মাইনুদ্দিন কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিরিস্বর গ্রামের জাকির হোসেনের ছেলে।


কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, একটি ঢাকাগামী কাভার্ডভ্যান কাঁচপুর ব্রিজের ওপর উঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে সরে যায়। এসময় পেছনে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই যাত্রী মাইনুদ্দিন মারা যান এবং আহত হন চালকসহ আরও একজন যাত্রী।


তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক ও সহকারী পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages