সোনারগাঁয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

সোনারগাঁয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন


 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো“টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫”। 


রোববার (১২ অক্টোবর) উপজেলার বারদী হাই স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমাইয়া ইয়াকুব।


টাইফয়েড প্রতিরোধে সোনারগাঁও উপজেলায় ১ লাখ ২৯ হাজার লক্ষ্যমাত্রার জনগোষ্ঠীকে এই ক্যাম্পেইনের আওতায় টিকা দেওয়া হবে। টিকাদান কার্যক্রম চলবে দুই ধাপে।


বিশ্বব্যাপী টাইফয়েড সংক্রমণের অন্যতম উচ্চঝুঁকিপূর্ণ দেশ হলো বাংলাদেশ। গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ-২০২১ সালের সমীক্ষা অনুযায়ী, বাংলাদেশে বছরে প্রায় ৪,৭৭,৫১৮ জন টাইফয়েড রোগী শনাক্ত হয়—অর্থাৎ প্রতি ১ লক্ষে ২৯০ জন এই জ্বরে আক্রান্ত হন। এর মধ্যে ৬১ শতাংশ রোগীই ১৫ বছরের কম বয়সী শিশু, যা ‘খুব উচ্চ’ সংক্রমণের হার হিসেবে বিবেচিত।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমাইয়া ইয়াকুব বলেন,“টাইফয়েড জ্বর একটি প্রতিরোধযোগ্য রোগ। সময়মতো টিকা দিলে শিশুরা এই মারাত্মক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ থেকে সুরক্ষিত থাকবে। তাই প্রত্যেক অভিভাবককে আহ্বান জানাই, জন্মনিবন্ধন নিয়ে বা ছাড়াও শিশুর টিকাদান সম্পন্ন করুন।”


তিনি আরও জানান, যেসব শিশু নির্ধারিত দিনে তাদের শিক্ষা প্রতিষ্ঠান বা কমিউনিটি সেন্টারে টিকা নিতে পারবে না, তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ-এর টিকাদান কেন্দ্রে এসে টিকা নিতে পারবে।


বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী ১৫ বছরের নিচে, যারা টাইফয়েড সংক্রমণের সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে। তাই জাতীয়ভাবে এ ধরনের টিকাদান কর্মসূচি শিশুস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages