সোনারগাঁয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

সোনারগাঁয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও হাইস্কুলের প্রধান শিক্ষক আতিক তালুকদারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও নানা অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগ সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে শিক্ষক-কর্মচারী নিয়োগ, আর্থিক লেনদেন ও বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছেন। বিদ্যালয়ের উন্নয়নকল্পে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যয় না করে বিভিন্ন সময়ে তা আত্মসাৎ করছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, বিভিন্ন প্রকল্পের অর্থ হেরফের এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রভাবিত করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার কথাও বলা হয়েছে। এসব অনিয়মের কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শিক্ষার্থীদের শৃঙ্খলা নষ্ট হচ্ছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন।


অভিভাবকদের দাবি, এসব অনিয়মের কারণে শুধু পাঠদানের পরিবেশই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অভিযোগ ছড়িয়ে পড়ায় বিদ্যালয়ের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। 


এ প্রসঙ্গে অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, “আমাদের অভিযোগ কোনো ব্যক্তিগত বিষয় নয়, বরং প্রধান শিক্ষকের আধিপত্য বিস্তার ও বিধি-বহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধেই আমরা প্রতিবাদ জানাচ্ছি। তিনি গত বছরের ৫ আগস্ট থেকে নানা অজুহাত দেখিয়ে পুরনো এডহক কমিটি বহাল রেখেছেন। যেখানে সারাদেশে নতুন কমিটি গঠনের মাধ্যমে বিদ্যালয় পরিচালিত হচ্ছে, সেখানে তিনি পুরনো কমিটি বহাল রেখে নিজের স্বার্থসিদ্ধির কাজ চালিয়ে যাচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।”


বিদ্যালয়ের জমিদাতা হাজী আবুল কাশেম বলেন, “প্রধান শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে আসেন না। নিয়োগে আর্থিক লেনদেনসহ নানা বিষয়ে অনিয়মের কারণে আমরা মহাপরিচালকের নিকট লিখিত অভিযোগ দিয়েছি। আশা করছি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”


এ বিষয়ে প্রধান শিক্ষক আতিক তালুকদার মুঠোফোনে জানান, যে বিষয়গুলো নিয়ে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণীত। কিছু ব্যক্তি এলাকাবাসীকে ভূল বুঝিয়ে আমার বিরুদ্ধে এ অভিযোগ করেছে। 


সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন বলেন, “বিষয়টি আমাদের জানানো হয়েছে। যেহেতু মহাপরিচালকের কাছে অভিযোগ জমা দেওয়া হয়েছে। সেখান থেকে নির্দেশনা পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।”


অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, বিদ্যালয়ে যেন দ্রুত তদন্ত করে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শিক্ষার উপযোগী পরিবেশ নিশ্চিত করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages