সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সোনারগাঁ থানা নেতৃবৃন্দের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা নিউ টাউন এলাকায় এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সোনারগাঁ থানার সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল আলম আশরাফ প্রধান।
পরিচিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মো.মোরশেদ আলম।
এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা মুক্তিযুদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম মাসুম, সম্ভুপুরা ইউনিয়ন মুক্তিযুদ্ধা প্রজন্ম দলের সভাপতি শাহাদাত হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল হাসেম সহ প্রমুখ।
সভায় প্রধান অতিথি আশরাফুল আলম আশরাফ প্রধান বলেন, তৃনমুল পর্যায় থেকে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলকে সু-সংগঠিত ও শক্তিশালী করতে হবে। এজন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগনের সুখে-দুখে পাশে দাঁড়াতে হবে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন