সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে চলছে ব্যাপক গণজাগরণ কর্মসূচি।
তারই অংশ হিসেবে মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের অলিপুরা বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি জনাব আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে এই কর্মসূচির আয়োজন করে সনমান্দী ইউনিয়ন শ্রমিক দল। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সাধারণ মানুষের হাতে হাতে ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন এবং বিএনপির আন্দোলন, সংগ্রাম ও লক্ষ্য সম্পর্কে স্থানীয়দের অবহিত করেন।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, সনমান্দী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন সিকদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাউসার আহম্মেদ, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক সুমন মোল্লা, কবির হোসেন, জামান, বজলু সরকার, সনমান্দী ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক শাহজালাল, ইউনিয়ন বিএনপি নেতা মোহন সিকদার, আল আমিন সরকার, সোহেল, পনির, শ্রমিক দলের নেতা কাদির ভূইয়া, হযরত আলী, কবির সিকদারসহ শ্রমিক দলের অসংখ্য নেতাকর্মী।
নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তাঁরা আরো জানান, তারেক রহমানের নেতৃত্বে দেশে একটি প্রকৃত গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এই ৩১ দফা বাস্তবায়নই এখন সময়ের দাবি।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন