- sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫


 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা গ্রুপের কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। মেঘনা গ্রুপের নিজস্ব পাঁচটি ইউনিটসহ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের ১ দের ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


ঝাউচর এলাকায় অবস্থিত মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চিনি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৭টার দিকে কারখানার সাইলোতে হঠাৎ বিকট শব্দের সঙ্গে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন কারখানার অন্যান্য সাইলোগুলোতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং মেঘনা গ্রুপের নিজস্ব পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। দেড় ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।


চিনি কারখানার কর্মচারী সজল সরকার জানান, “সিড ক্যারেসিন সাইলোতে প্রথমে আগুন লাগে, পরে তা দ্রুত অন্যান্য সাইলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।”


নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওসমান গণি বলেন, “মেঘনা গ্রুপের চিনি কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।”


এদিকে, ঘটনার খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের কারখানায় প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে কথা বলতে মেঘনা গ্রুপের কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। নির্বাহী পরিচালক (টেকনিক্যাল) কার্তিক চন্দ্র দাসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।


তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, এবং আগুনে ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages