সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার লিকেজ থেকে আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু্ - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার লিকেজ থেকে আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু্


 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর পুরান বাজার মধ্যপাড়া এলাকায় একটি বাসায় গ্যাস সিলেল্ডার লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ  স্বামী মানব চৌধুরী (৪০) ও স্ত্রী বাচা চৌধুরী(৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 


রোববার দুপুরে স্বামী ও স্ত্রী রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহত মানব চৌধুরী কাঁচপুর এলাকার একটি কারখানায় চাকরি করতেন ও তার স্ত্রী গৃহিনী ছিলেন।  নিহতদের বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার বলরামপুর গ্রামে। তারা সোনারগাঁয়ের কাঁচপুর মধ্যপাড়া গ্রামের শেখ ফরিদ মিয়ার তিন তলা ভবনের নিচ তলায় ভাড়া থাকতেন।


জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার দুপুরে মানব চৌধুরী ও রাতে তার স্ত্রী বাচা চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মানব চৌধুরীর শরীরের ৭০শতাংশ ও স্ত্রী বাচা চৌধুরীর ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়াও তাদের তিন মেয়ে তিন্নির ২২ শতাংশ, মুন্নির ২৮শতাংশ ও মৌরির ৩৬ শতাংশ দগ্ধ হয়। বর্তমানে তিন কন্যা  জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।


জানা যায়, উপজেলার কাঁচপুর বিসিক শিল্প নগরীর পুরান বাজার মধ্যপাড়া শেখ ফরিদের তিন তলা বাড়ির নিচ তলায় এক মাস আগে ভাড়া আসেন মানব চৌধুরী ও তার পরিবার। গত বৃহস্পতিবার ভোর পৌনে ৬ টার দিকে রান্নার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফরিত হয়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে আগুন নিভিয়ে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।


সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, দগ্ধদের মধ্যে স্বামী ও স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় জানিয়েছেন। গ্যাস সিলেন্ডার বিষ্ফোরনের ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages