সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: শিল্প, গৃহায়ণ ও পূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আমরা যে কাজ গণঅভ্যুত্থানের সরকার হিসেবে শুরু করেছি। বাংলাদেশের জনগনের নির্বাচিত সরকার অবশ্যই সেটা এগিয়ে নিয়ে যাবে। সেভাবেই আমরা বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় আগামীর নির্বাচন সম্পূর্ণ করবো।
রোববার(৭সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আনন্দ শিল্পইয়ার্ড এন্ড স্লিপ ওয়েজ লিমিটেড নামের একটি জাহাজ নির্মাণ কোম্পানির ৫৫০০ টনী আধুনিক মাল্টি-পারপাস জাহাজ তুরস্কে রপ্তানির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিল্প মন্ত্রণালয়ের সচিব এনডিসি নুরুজ্জামান,তুরস্কের কমার্শিয়াল কাউন্সিলর বেলাল বেলুয়েট,আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বারী মিয়া,পরিচালক নাজমা নওরোজ, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানসহ প্রতিষ্ঠানের কর্মরত কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য "ওয়েস ওয়্যার" নামের এই জাহাজটি ৩৪১ ফুট দীর্ঘ,৫৫ ফুট প্রস্থ ও ২৫ ফুট গভিরতার জাহাজটি ২৭৩৫ হর্স পাওয়ার ইঞ্জিন দ্বারা সজ্জিত এবং ১২ নট গতিতে ৫৫০০ টন কার্গো পরিবহন করবে।স্টীল,কয়েল,কয়লা,সার,খাদ্যশস্য এবং বিভিন্ন বিপজ্জনক মালামাল বহনে সক্ষম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন