সোনারগাঁয়ে আ'লীগ নেতার বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

সোনারগাঁয়ে আ'লীগ নেতার বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রীকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি কোটি টাকার প্রতারণা করার পর বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছেন সোলেমান মিয়া (৪৬) নামে এক ব্যক্তি। এ ঘটনায় ভুক্তভোগী স্ত্রী মিনা বেগম (৩৫) সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযুক্ত সোলেমান মিয়া জেলার রপগঞ্জের হোড়ঁগাঁও এলাকার মৃত আব্দুল লতিফের ছেল। সে সাবেক আ'লীগের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর একান্ত সহোচর ও সকল কুকর্মের হোতা বলে অভিযোগ করেন ঐ এলাকার ভুক্তভোগী জনগণ। 


স্ত্রীর দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে আ'লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং পূর্বের সংসারের সন্তানকে জিম্মি করে জোরপূর্বক মিনা বেগমকে বিয়ে করেন সোলেমান। বিয়ের পর থেকেই তিনি নিয়মিত মাদক ও জুয়ার টাকার জন্য চাপ সৃষ্টি করতেন। এ সময় বিভিন্ন সময়ে ভয়ভীতি ও নির্যাতন করে স্ত্রীর কাছ থেকে মোট ৭০ লাখ টাকা হাতিয়ে নেন। সম্প্রতি আরও টাকা ও সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দিলে মিনা বেগম অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৯ সেপ্টেম্বর তিনি স্ত্রীকে মারধর করেন। পরে সে সোনারগাঁ উপজেলার মহজমপুর এলাকায় তার বাবার বাসায় চলে আসে। পরে ভুক্তভোগী আদালতে নারী নির্যাতন ও যৌতুক মামলা দায়ের করলে আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।


এরপর ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ৪টার দিকে সোলেমান তিন-চারজন সহযোগী নিয়ে মহজমপুর কাজীপাড়ায় মিনা বেগমের বাবার বাড়িতে হামলা চালান। তারা জানালার কাঁচ ভেঙে ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করেন। তবে বাড়ির ভাড়াটিয়ারা টের পেয়ে দ্রুত আগুন নেভাতে সক্ষম হন।

অভিযোগে বলা হয়, ঘটনার পর ইমোতে ফোন করে সোলেমান স্ত্রীকে হত্যার হুমকি দেন এবং প্রকাশ্যে পুড়িয়ে মারার ভয় দেখান।


এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন জানান, থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages